সাবেক ডিবি অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৪ ০৫:০৮ অপরাহ্ন
সাবেক ডিবি অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদসহ তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাগুলোর এজাহারে মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার এবং তার ভাই হারুন অর রশীদ বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।


মামলার এজাহারে হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রীর বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তার ভাইয়ের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


এ ধরনের মামলার আগেও দুদক হারুন অর রশিদসহ তার পরিবারকে তলব করেছিল। গত ২৪ অক্টোবর, অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে তলব করা হয়েছিল। একই সময়, ১৮ আগস্ট থেকে হারুন অর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয়।


এই মামলার পেছনে দীর্ঘদিনের তদন্ত এবং অনুসন্ধান কাজের ফলশ্রুতিতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। দুদক জানিয়েছে, তারা সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাবে।


এদিকে, হারুন অর রশিদের বিরুদ্ধে মামলার দায়েরের পর তার পরিবারের সদস্যদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তবে, এই ঘটনায় সরকারি পক্ষ থেকে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।