গরমের দিন শুরু হয়েছে। আস্তে আস্তে এর তীব্রতাও বৃদ্ধি পাবে। অনেকের গরমের মধ্যে যাতায়াত করে বাসায় বা অফিসে পৌঁছলে মাথা ব্যথা শুরু হয়। পানি, চা বা কফি খেলেও কাজ হয় না। এছাড়া এমন মাথা ব্যাথা নিয়ে কাজেও মন বাসানো কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত ওষুধ খেতে হয় বা ব্যথা সহ্য করতে হয়।
এমন মাথা ব্যাথা হলে আপনার এই কাজগুলো করা জরুরী।
# নিয়মিত মাথা ব্যথা করলে ডাক্তারের কাছে যান। হতে পারে আপনি মাইগ্রেন বা সাইনাসে আক্রান্ত।