
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ১৮:৩১

একটা সময় ছিলো যক্ষ্মাকে অনেক ভয়ের বিষয় হিসাবে ধরা হতো। দিনে দিনে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে। সঙ্গে সঙ্গে প্রচীন সেই প্রবাদ যক্ষ্মা হলে রক্ষা নয় এখন এই কথার আর ভিত্তি নয়। এখন সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা থেকে পুরোপুরি রক্ষা মেলে। সঠিকভাবে, সঠিক মেয়াদে চিকিৎসা নিতে হবে। যক্ষ্মার ওষুধ তো বিনামূল্যে সব জায়গায় পাওয়া যায়। এবিষয় নিয়ে সার্বিক পরামর্শ দিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ও রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. দেলোয়ার হোসেন।
প্রশ্ন: একসময়, একটি বহুল প্রচলিত কথা ছিল, ‘যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা’। তবে এখন স্লোগানটি পরিবর্তিত হয়েছে। বলা হয়, যক্ষ্মা ভালো হয় নিয়মিত বা সঠিক চিকিৎসায়। যক্ষ্মা রোগটি কী? এই রোগে একজন মানুষ আক্রান্ত হয় কেন?


ইনিউজ ৭১/এম.আর