হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলবে

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: সোমবার ২৫শে নভেম্বর ২০২৪ ০৩:৪৬ অপরাহ্ন
হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলবে

ঢাকা মহানগরের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে চলমান আইনগত লড়াইয়ের মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালত গতকাল একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছে। আদালত জানিয়েছে, ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে হাইকোর্টের দেওয়া তিন দিনের মধ্যে নিষেধাজ্ঞা আরোপের আদেশ এক মাসের জন্য স্থগিত থাকবে। এর ফলে, আপাতত ঢাকা মহানগরীর সড়কে এসব অটোরিকশার চলাচল বন্ধ করার কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে না। 


বিস্তারিত জানানো হয়েছে, সরকার পক্ষ এই আদেশ স্থগিত করার জন্য গত রোববার আবেদন করেছিল। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে সে আবেদনটি শুনানি হয়। আদালত সরকারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন, যা কার্যকর হলে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল কিছুদিনের জন্য অব্যাহত থাকবে।


গত ১৯ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে, ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্টের নির্দেশনা ছিল যে, এসব অটোরিকশার চলাচল বন্ধ করতে হবে বা ব্যাপক বিধিনিষেধ আরোপ করতে হবে। হাইকোর্ট স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ও মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদেশ দেয়।


এদিকে, রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক জোটের সভাপতি জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মোমিন আলী। তারা অভিযোগ করেছেন, এই অটোরিকশাগুলোর কারণে সড়কে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং পরিবহন সেবা ব্যাহত হচ্ছে।


এখন আপিল বিভাগের স্থগিতাদেশের ফলে, পরিস্থিতি এক মাসের জন্য স্থিতাবস্থায় রয়েছে এবং ততদিন পর্যন্ত এসব অটোরিকশার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তবে, রুলের পরবর্তী শুনানি এবং এর ওপর উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।