প্রকাশ: ৩ নভেম্বর ২০২৩, ১:৪৬
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা।
জানাগেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বোশেষ বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সম্পা বসু (৪০) ও বানারীপাড়া উপজেলার বাসিন্দা সুদিষ্টির (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আর এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া ৭ হাজার রোগীর মধ্যে ১১৬ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটলো।
হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৩৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসায় সুস্থতা লাভ করায় ছাড়পত্র পেয়েছেন ৪০ জন। যা নিয়ে বর্তমানে এ হাসপাতালে ১৩৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।