বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে একহাজার ৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মৃত ব্যক্তিরা হলেন- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রিনা (৩৮), বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) ও পটুয়াখালী সদরের সৈকত (২৯) শের-ই বাংলা মেডিক্যাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা এলাকার ইয়াসিন (৭৫) নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৬৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৭৫ জন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৬ জন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩৭২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৭০ জন, পটুয়াখালীতে ৩২ জন, ভোলায় ২৭ জন, পিরোজপুরে ৭৬, বরগুনায় ৪২ ও ঝালকাঠিতে আটজন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৮৬৮ জন।
এদিকে, চলতি বছর গোটা বিভাগে ১১৭ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৮৪ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে দুইজন, পটুয়াখালীতে দুইজন, ভোলায় আটজন, পিরোজপুরে ১১ জন, বরগুনায় পাঁচজন এবং ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।