বিনামূল্যে প্রথম ডোজের ১০ কোটির মাইলফলকে দেশ

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: রবিবার ৬ই ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৬ অপরাহ্ন
বিনামূল্যে প্রথম ডোজের ১০ কোটির মাইলফলকে দেশ

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে দেশ।


রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।


তিনি জানান, এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। রোববারই প্রথম ডোজ পাওয়া মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াবে।


নাজমুল ইসলাম জানান, এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখের বেশি মানুষ। শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ কোটি ৪১ লাখ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৬ লাখ।


স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, দুই দিন ধরে শনাক্ত কমলেও করোনা সংক্রমণ নিম্নমুখী এখনও বলার সময় হয়নি। দেশে এ পর্যন্ত ঢাকায় সংক্রমণ বেশি হচ্ছে। ঢাকার কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ৫ হাজার ২৫৩টি শয্যার মধ্যে ৪ হাজার ৫৯টিই খালি।


সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে ও মাস্ক পরলে করোনা পরিস্থিতি অনুকূলে থাকবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের এই পরিচালক।