নওগাঁর ধামইরহাটে এক হাজার অসহায় পেল ফ্রি চিকিৎসা সেবা। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এবং গ্রাণী ভয়েস ব্লাড ব্যাংক সহায়তা কেন্দ্র নওগাঁ জেলার শাখার সহযোগিতায় এ ক্যাম্প উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সালেহ উদ্দিন এবং গ্রীণ ভয়েসের প্রতিষ্ঠাতা এবং মজিবুর রহমান মেমোরিয়ায় ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবিদ মো.আলমগীর কবির।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে গাইনী,মেডিসিন,অর্থো,চক্ষু ও দন্ত্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করেন। এছাড়া ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহমেদ, আগ্রাদ্বিগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,সহকারি শিক্ষক আবু মুসা,প্রভাষক ফারুক হোসেন সবুজ,গ্রীণ ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী পারভেজ রায়হান প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।