ঢাকা মেডিকেলের চারতলায় অগ্নিকাণ্ড , সিগারেট থেকে !

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই জানুয়ারী ২০২১ ০২:১১ অপরাহ্ন
ঢাকা মেডিকেলের চারতলায় অগ্নিকাণ্ড , সিগারেট থেকে !

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থতলায় নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) অবস্থিত। আইসিইউ ইউনিটের পাশ ঘেঁষে চিকিৎসকদের একটি কক্ষ। সেখানে বিশ্রাম করার জন্য পাঁচটি বিছানা আছে।


কক্ষের পাশের একটি স্থানে পড়েছিল শত শত সিগারেটের শেষাংশ, বিস্কুটের প্যাকেট, কাপড় ও পানির খালি বোতল।আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সেই অংশেই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স,


হাসপাতালের বৈদ্যুতিককাজে নিয়োজিত কর্মী, নার্স ও সংশ্লিষ্টদের ধারণা, ওই নোংরা স্থানে ফেলা জ্বলন্ত সিগারেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাসপাতালের কয়েকজন কর্মচারী


নিজেদের মধ্যে কথা বলছেন। একজন বলে উঠলেন, ‘সিগারেট খেয়ে ফেলার পর আগুন ধরছে।’পাশ থেকে আরেকজন বলে উঠলেন, ‘স্যার, সিগারেট খেয়ে বের হলেন, আর আগুন ধরে গেল।’ পরে সাংবাদিক পরিচয় পেয়ে তাঁরা আর নামপ্রকাশ করে কথা বলতে রাজি হননি।