বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলের প্রতি সতর্কবার্তা দিয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই বার্তা দেন। তিনি বলেন, ছাত্রদলকে শত্রু মনে করি না, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদের বহুবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা বারবার ভ্রান্ত পথে হাঁটছে।
তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতিতে ফিরে আসতে ছাত্রদলকে বহুবার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা শাহবাগীদের পরামর্শে চলছে, যা কুয়েটের সাম্প্রতিক ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদলের বর্তমান কর্মকাণ্ড আর ছাত্রলীগের আগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়।
ছাত্রদলকে সতর্ক করে তিনি বলেন, আমরা আপনাদের শত্রু নই, তবে আপনারা ভুল পথে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সংগঠনের কিছু ত্যাগ স্বীকার করা হয়েছে, তবে দখলদারিত্বের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রশিবির শিক্ষার পরিবেশ বজায় রাখতে চায়, যেখানে সহাবস্থান নিশ্চিত থাকবে।
তিনি আরও বলেন, যাদের পরামর্শে ছাত্রদল এগোচ্ছে, তারা ছাত্রলীগের মতো তাদেরও একই পরিণতির দিকে ঠেলে দেবে। শুভবুদ্ধির উদয় না হলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ছাত্রদলকেই দায় নিতে হবে। তিনি দাবি করেন, বর্তমান ছাত্ররাজনীতি অনেক বদলেছে, এখানে সহিংসতার রাজনীতি আর টিকবে না।
ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক ছাত্ররাজনীতির পথে ফিরে আসুন। যারা আপনাদের ভুল পথে পরিচালিত করছে, তারা নিজেদের স্বার্থেই এটি করছে। শিক্ষাঙ্গনে সহিংসতা বা ক্ষমতা প্রদর্শনের রাজনীতি করে নিজেদের বিপদ ডেকে আনবেন না।
তিনি বলেন, ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাবা উচিত নয়। আমরা কারও ব্যক্তি পূজা করি না, একমাত্র আল্লাহর গোলাম হিসেবে ন্যায় ও সত্যের জন্য কাজ করি। ছাত্রদলের উচিৎ রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু না ভেবে দেশের স্বার্থে কাজ করা।
তিনি আরও বলেন, আমরা চাই শিক্ষাঙ্গন সুষ্ঠু ও নিরপেক্ষ থাকুক। ছাত্রশিবির কোনো সংঘর্ষে বিশ্বাস করে না, বরং শিক্ষার পরিবেশ বজায় রাখতে চায়। সবার উচিৎ সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করা, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে।
তিনি বলেন, রাজনৈতিক বিরোধ থাকা স্বাভাবিক, তবে সংঘর্ষ বা প্রতিহিংসার রাজনীতি কোনো সমাধান নয়। ছাত্রদল যদি ইতিবাচক রাজনীতি করতে চায়, তবে তাদের আরও সচেতন হওয়া জরুরি। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে, যা সহিংসতার মাধ্যমে সম্ভব নয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।