গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সশস্ত্র ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই করেছে। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সফিপুর-আন্দারমানিক সড়কের সাউথ ব্রিজ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম (৪৫) কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে এবং সফিপুর বাজারে বিকাশ ব্যবসা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সাইফুল ইসলাম ব্যাগে ১০ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সফিপুর-আন্দারমানিক সড়কের সাউথ ব্রিজ স্কুলের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৫-৭ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল তার ওপর হামলা চালায়।
ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে তারা তাকে গুরুতর আহত করে। এরপর টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। সাইফুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ছিনতাইকারীরা দ্রুত তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা সাইফুলকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় মর্ডান হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।