ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৫ই মার্চ ২০২৪ ০৫:৫৭ অপরাহ্ন
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।


মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে নেপালের আনফা স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে সাইফুল বারী টিটুর শিষ্যরা।


এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লাল-সবুজেরা। সমান ম্যাচে নেপাল ও ভারতের পয়েন্ট তিন। অন্যদিকে টানা দুই হারের আসর থেকে ছিটকে গেছে ভুটান।


নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচে জয়ী দল আগামী ১০ মার্চ ফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে। তবে ড্রয়ে ভিন্ন হতে পারে হিসাব-নিকাশ। যে কারণে শুক্রবার (৮ মার্চ) আনুষ্ঠানিকতার ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাঘিনীরা।


এদিন আলপি আক্তারের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথমার্ধে এগিয়ে থেকেই খেলা শেষ করে প্রীতি-অর্পিতারা।


বিরতি থেকে ফিরে ৫৪তম মিনিটে আনুশকা কুমারীর গোলে সমতায় ফেরে ভারত। তবে ম্যাচের ৭৮তম মিনিটে ফের এগিয়ে যায় লাল-সবুজেরা। প্লেসিং শটে ভারতের গোলরক্ষক মুনি কুমারীকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন সুরভী আক্তার প্রীতি।


শেষ মুহূর্তে আরও একবার জালের দেখা পায় বাঘিনীরা। ম্যাচের ৯০তম মিনিটে আলতো টোকায় বল জালে জড়িয়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।