প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২০, ২২:১৭
কক্সবাজারের উখিয়ায় দেশীয় অস্ত্র ও দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে বালুখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক দক্ষিণ রহমতের বিল এলাকার মোঃ কলিমুল্লার ছেলে জামাল উদ্দিন।কক্সবাজারস্থ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) উপ-পরিচালক মোঃ তাজমিলুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।