
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০:৪১

শনিবার রাতে সান সিরোয় ২-০ গোলে জেতে ইন্টার মিলান। টানা চার জয়ে তাদের পয়েন্ট ১২। মিলানের হাকান ২৩তম মিনিটে ইন্টারের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু সতীর্থ ফ্রাঙ্ক কেসির হাতে তার আগে বল লাগায় গোল হয়নি। ৩৫তম মিনিটে লাউতারো মার্তিনেস জালে বল জড়ালেও অফসাইযের কারণে গোল পায়নি ইন্টারও।

