
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরো কাপের বাছাইপর্বের ম্যাচে ৪-১ গোলে জিতেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তারা রীতিমতো বিধ্বস্ত করেছে আলবেনিয়াকে। একপেশে ম্যাচটিতে গ্রিজম্যানের পেনাল্টি কিক লক্ষ্যে থাকলে ফরাসিরা ব্যবধান আরও বাড়াতে পারত। যদিও গ্রিজম্যানের পেনাল্টি মারার আগেই ফ্রান্স ২-০তে এগিয়ে ছিল। জয় পেতেও সমস্যা হয়নি। এই পেনাল্টি মিস করার পেছনে অবশ্য বউ ইরিকার দোষ খুঁজে পেয়েছেন বার্সেলোনা তারকা। গ্রিজমানের এমন মন্তব্য শুনে সোশ্যাল সাইটে হাসির রোল উঠেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব