তাইজুল আফগানিস্তানের ১০ রানে চান শেষ ৫ উইকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৬ই সেপ্টেম্বর ২০১৯ ১০:০৯ পূর্বাহ্ন
তাইজুল আফগানিস্তানের ১০ রানে চান শেষ ৫ উইকেট

গতকাল চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে স্পিন সহায়ক উইকেটে সারাদিন ব্যাটিং করে মাত্র ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করে ফেলেছে  আফগানিস্তান। অভিজ্ঞ আসগর আফগান ৮৮ ও তরুণ উইকেটরক্ষক আফসার জাজাই ৩৫ রানে অপরাজিত থাকায় তাদের সামনে বড় সংগ্রহ দাঁড় করানোর সুযোগ।তবে এমনটা মানতে রাজি নন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার দাবি, ম্যাচে এখনও বাংলাদেশই এগিয়ে।তাইজুল বলেন, ‘আমরা প্রথম দিন উইকেটের যে ব্যবহারটা দেখেছি, তাতে ওদের যে স্পিনার আছে আমার মনে হয় না খুব কঠিন হবে আমাদের কাজ। যদি এটা টি-টোয়েন্টি বা তেমন খেলা হতো তাহলে আমি হয়তো ওদের ভালো অবস্থায় রাখতাম। কিন্তু খেলাটা টেস্ট। ওদের বোলারদের ম্যাচে ধৈর্য্য কেমন থাকবে, এটাও একটা দেখার বিষয়। ওদের স্পিনাররা আগেও টেস্ট খেলেছে, ভারতের সঙ্গে খেলেছে। কিন্তু যে দুইটা খেলেছে, তাতে আমার মনে হয় না আহামরি কিছু করেছে। আমি আমার টিমকে এখনো এগিয়ে রাখবো।’

কিন্তু সত্যিই যদি এগিয়ে থাকতে চায় বাংলাদেশ, তাহলে দ্বিতীয় দিন সকালেই মুড়ে ফেলতে হবে আফগানিস্তানের বাকি ব্যাটিং। যা করতে আবার অলৌকিকতার আশ্রয় নিচ্ছেন তাইজুল। দ্বিতীয় দিন সকালের পরিকল্পনার ব্যাপারে তার ভাষ্য, ‘আমরা যদি ১০ রানে ৫ উইকেট ফেলে দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। তাই না?’তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেটে মিরাকল যে নেই তা কিন্তু না। যা কখনো হয়নি তাও হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। নাঈম আজ দুই বলে দুই উইকেট (আসলে এক ওভারে দুই উইকেট) পায়নি আজকে? ভালো ভালো ব্যাটসম্যানদের আউট করেছে। একজন পার্টনারশিপ করেছিল। আর নাঈম দ্বিতীয় যে উইকেটটা পেয়েছে, তা ওর বল তো হঠাৎ করে নিচু হয়ে গেছে। দেখেছেন মনে হয়। তো এরকম বল তো হতেই পারে ২-৩টা। তাই আশা ছাড়ছি না।’