হার দিয়েই প্রাক-মৌসুম শুরু করল ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ৩-২ গোলে হেরেছে তারা। রোববার প্রথমার্ধেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে লিড নিলেও শেষ পর্যন্ত শক্তির প্রমাণ দিয়ে জয় পায় টটেনহ্যাম। ম্যাচের প্রথম গোলটি করেন এরিক লামেলা।
দ্বিতীয়ার্ধে গঞ্জালো হিগুয়েইন ও রোনালদোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস। তবে ৬৫তম মিনিটে গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান লুকাস মুরা। আর নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের নাটকীয় গোলে জয় পায় হটস্পাররা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।