জোহান্সবার্গে আততায়ীর গুলিতে নিহত হলেন সাউথ আফ্রিকা জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার মার্ক ব্যাচেলর। সোমবার গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালানো হয়। জোহান্সবার্গ পুলিশের মুখপাত্র কর্নেল লুঙ্গেলো লামিনি জানিয়েছেন,রাজপথে মোটরবাইকে চরে ব্যাচেলরের গাড়ির কাছে পৌঁছায় দুই দুষ্কৃতীকারী। এরপরই তাকে নিশানা করে গুলিবৃষ্টি শুরু করে তারা। গাড়ির ভেতরেই মারা যান ওই ফুটবলার। গাড়ি থেকে কিছু চুরি যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমেছেন গোয়েন্দারা। বিস্তারিত তদন্তে হত্যার কারণ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ। স্ট্রাইকার হিসেবে আক্রমণাত্মক মার্ক ব্যাচেলর সাউথ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় দুই দল কাইজার চিফস এবং অরল্যান্ডো পাইরেটসে দীর্ঘ দিন খেলেছেন। জাতীয় দলের সদস্য হিসেবেও দেশের হয়ে একাধিক ম্যাচে তিনি গোল পেয়েছেন। তার মৃত্যুতে শোকগ্রস্ত ক্রীড়াবিশ্ব।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।