প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৯:৩
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচলের জন্য বিআইডব্লিউটিএ নতুন চ্যানেল খনন করেছে। তবে, চ্যানেলের প্রসস্থ্য কম থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। ফেরি চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের সময় নতুন চ্যানেল ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়ার মধ্যবর্তী দুই কিলোমিটার এলাকা ঘুরে ফেরি চলাচল করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ এবং যানবাহন পারাপারে ধীর গতির আশঙ্কা তৈরি করেছে।