ইসলামি মূল্যবোধ জাগাতে ইবিতে প্রকাশনা প্রদর্শনী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১:৫৪

শেয়ার করুনঃ
ইসলামি মূল্যবোধ জাগাতে ইবিতে প্রকাশনা প্রদর্শনী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে দীর্ঘদিন পর পাঁচ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ শুরু হয়েছে। উৎসবটি সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং এটি চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবস্থলে বিভিন্ন প্রকাশনা স্টল খোলা থাকবে।

সরেজমিনে দেখা যায়, ঝাল চত্বরে কাপড়ের ছাউনির নিচে স্টলগুলো সাজানো হয়েছে। প্রতিটি স্টলে বই, ডায়েরি, ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, চাবির রিং, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন।

প্রকাশনা উৎসব সম্পর্কে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, "উৎসবের উদ্দেশ্য হলো একজন ছাত্রশিবির কর্মী কী পড়াশোনা করে তা সবার সামনে উন্মুক্ত করা। আমরা আমাদের কর্মীদের পড়ার জন্য নির্ধারিত সিলেবাসটি প্রদর্শন করেছি। শিক্ষার্থীরা নিজেরাই সিদ্ধান্ত নিক আমরা আসলে কী ধরনের বই অনুসরণ করি—জঙ্গিবাদী নাকি দেশপ্রেমিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপযোগী।"

তিনি আরও জানান, "আমাদের প্রকাশনাগুলোতে কুরআন-হাদিসের বাণী এবং বিখ্যাত ব্যক্তিদের উক্তি উল্লেখ থাকে। এটি শিক্ষার্থীদের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করে। এছাড়া আমরা শিক্ষার্থীদের জন্য বাৎসরিক বৃত্তির ব্যবস্থাও করব। ভবিষ্যতে সাইন্স ফেস্ট কিংবা বিষয়ভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।"

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা প্রকাশনাগুলো থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের পাশাপাশি উৎসবের পরিবেশ উপভোগ করছেন।

ছাত্রশিবিরের এই আয়োজন সম্পর্কে এক শিক্ষার্থী বলেন, "উৎসবটি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক। এখানে অনেক প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে এবং ইসলামি মূল্যবোধে সমৃদ্ধ কিছু প্রকাশনা সংগ্রহের সুযোগ হয়েছে।"

উল্লেখ্য, এই ধরনের উৎসব শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা এবং নৈতিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন, নিরাপদে শিক্ষার্থীরা

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন, নিরাপদে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, যমুনা ভবনের পেছনের এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে ছুটে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে সরাসরি ঘটনাস্থলে ইউনিটগুলো পাঠানো হয়েছে। আগুনের

জাহাঙ্গীরনগরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাহাঙ্গীরনগরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, এবছর ভর্তি পরীক্ষা মোট ৭টি ইউনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি

সাত কলেজ একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত

সাত কলেজ একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, মানসম্মত শিক্ষা নিশ্চিতে, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচএসসি: ফলাফল পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেল ২০১ শিক্ষার্থী

এইচএসসি: ফলাফল পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেল ২০১ শিক্ষার্থী

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রকাশিত এ ফলাফলে দেখা যায়, পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন মোট ২০১ জন শিক্ষার্থী। এছাড়া পূর্বে অকৃতকার্য থাকা ৩০৮ শিক্ষার্থী পুনর্মূল্যায়নের পর পাস করেছেন। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এবছর মোট ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন

দেবীদ্বারে কর্তৃপক্ষের অবহেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার বাইরে ৩০ শিক্ষার্থী!

দেবীদ্বারে কর্তৃপক্ষের অবহেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার বাইরে ৩০ শিক্ষার্থী!

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার হাজী আমির উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থী এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারছে না। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়েও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন না করার কারণে পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ১৯ অক্টোবর কুমিল্লা বোর্ডের অধীনে অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল। কিন্তু প্রধান শিক্ষক এবং কম্পিউটার শিক্ষক পূজার ছুটি