ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেফতারের খবর সামাজিকমাধ্যমে ছড়ালেও এটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন নিক্সন চৌধুরী। তবে রিউমর স্ক্যানারের যাচাই অনুযায়ী, ছবিটি সম্পাদিত। এটি কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের একটি ছবি, যেখানে নিক্সন চৌধুরীর মুখ বসানো হয়েছে।
গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতাকর্মীর মতো নিক্সন চৌধুরীও আত্মগোপনে যান। ফরিদপুর-৪ আসনের এই সাবেক সংসদ সদস্যের বর্তমান অবস্থান নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য এখনও জানা যায়নি।
ভাইরাল হওয়া ছবিটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষকে এমন মিথ্যা তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।