আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার উলিপুরে এন.এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ নভেম্বর বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ শামীম আখতার আমিনের সভাপতিত্বে সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, কলা অনুষদ ড. তুহিন ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও শিল্পী কল্যাণ টাস্টের সদস্য নাহিদ হাসান নলেজ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং উলিপুরের শিক্ষার্থীদের সফলতা ও অগ্রগতির জন্য অভিনন্দন জানান। তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও পরিশ্রমের ফলেই আজ তারা এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। এ ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং আগামী দিনে আরও ভালো ফল অর্জনের জন্য তাদের প্রেরণা জোগাবে।
শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দেন। এই ধরনের অনুষ্ঠানগুলো শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে সকল বক্তা অভিমত প্রকাশ করেন।
এ ধরণের অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের ভালোবাসা এবং তাদের প্রতি সমাজের সম্মান প্রদর্শনের এক দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মনে করেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।