সময়টা ভালো যাচ্ছিল না আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে বল পায়ে ছিলেন না চেনা ছন্দে। ক্লাব বাদ পড়েছিল চ্যাম্পিয়নস লিগ থেকে। ফলে ক্লাবের সমর্থকদের দুয়োও মিলছিল মেসির। অপরদিকে ইনজুরির জন্য পিএসজির হয়ে মাঠে নামতে পারছিলেন অ্যাঙ্গেল দি মারিয়া।
তবে জাতীয় দলের জার্সিতে ঠিকই নিজেদের সেরা ফর্মে এই দুই আর্জেন্টাইন তারকা। মেসি জাতীয় দলে ফিরেছেন প্রায় চার মাস পরে। আর ফিরেই ম্যাচে আধিপত্য রেখে খেলেছেন। প্রতিপক্ষদের ড্রিবলিংয়ে বোকা বানিয়েছেন, সুযোগ তৈরি করেছেন, গোলও করেছেন মেসি। গোলের দেখা পেয়েছেন দি মারিয়াও।
এই দুই তারকার গোলের দিনে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে মেসি এবং দি মারিয়া ছাড়াও গোল করেছেন নিকোলাস গঞ্জালেস। এদিকে এই ম্যাচ হেরে ভেনেজুয়েলা এবারও বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ে গেছে।
ঘরের মাঠ লা বোম্বোনেরাতে খেলতে নেমে ভেনেজুয়েলার বিপক্ষে ৭৩ শতাংশ বল দখলে রেখেছিল লিওনেল স্কালোনির দল। আক্রমণ করেছে ১৬টি। যার মধ্যে ৬টি ছিল অন টার্গেট শট। অপরদিকে ভেনেজুয়েলা পুরো ম্যাচ জুড়ে আক্রমণ করতে পেরেছিল কেবল ৩টি।
এদিন আর্জেন্টিনার পক্ষে প্রথমার্ধে দলকে এগিয়ে নেন গঞ্জালেস। ম্যাচের ৩৫তম মিনিটে স্বাগতিকদের পক্ষে গোল করেন ক্লাব ফুটবলে ফিওরেন্তিনার হয়ে খেলা এই লেফট উইঙ্গার।
ম্যাচে বদলি হয়ে নামা দি মারিয়া গোলের ব্যবধান দ্বিগুণ করেন ম্যাচের ৭৯তম মিনিটে। এর তিন মিনিট পরে দলের পক্ষে তৃতীয় ও শেষ গোল করেন মেসিও। এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইলো লিওনেল স্কালোনির দল।
১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের তালিকায় দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। তাদের সামনে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। এদিকে দক্ষিণ আমেরিকা থেকে এই দুই দল ছাড়াও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডর এবং উরুগুয়ে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।