কলাপাড়ায় কালীপূজা উদযাপন: অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১লা নভেম্বর ২০২৪ ০৬:০১ অপরাহ্ন
কলাপাড়ায় কালীপূজা উদযাপন: অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়

পটুয়াখালীর কলাপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন কালী মন্দিরে মন্ত্রোচ্চারণ ও দেবী কালীকে চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হয় এ পূজা।


এসময় ঢাক, ঢোল, কাঁশর ও উলুধ্বনীত পরিবেষ্টিত হয়ে ওঠে কালী মন্দিরের প্রাঙ্গণ। সনাতনীরা গানে ও নাচে মাতিয়ে রাখেন পূজা স্থান। ভক্তরা দেবীর পায়ে ফুলের অর্পণ করেন এবং মা কালীর আরতি পূজায় অংশ নেন।


চিংড়িয়া কালী মন্দিরে আসা কলাপাড়া পৌর শহরের সনাতনী সৌমিত্র সুমন বলেন, "সমাজের অশুভ শক্তিকে পরাজিত করতে এ পূজা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পরিবারের সদস্যদের নিয়ে পূজা অর্চনা করেছি।"


কলাপাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জি টিংকু জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সকল কালী মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে ভক্তদের মধ্যে কালী মায়ের প্রসাদ বিতরণ করা হয়।


এই উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এক বিশেষ গুরুত্ব বহন করে, যেখানে তারা নিজেদের বিশ্বাস ও ঐতিহ্যের মাধ্যমে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় উদযাপন করে। কলাপাড়াবাসী আনন্দ-উৎসবের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেন এবং সামাজিক বন্ধন আরও মজবুত করেন।