বিজয়নগরে জাতীয় পার্টি ও শিক্ষার্থীদের সংঘর্ষ, কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৮:৩৭ অপরাহ্ন
বিজয়নগরে জাতীয় পার্টি ও শিক্ষার্থীদের সংঘর্ষ, কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, পার্টির নেতাকর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে পেটাতে শুরু করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক অনুযায়ী, শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হলে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষের সময় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়নগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে লেখেন, "জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ভাইদের ওপর হামলা করেছে। এই জাতীয় বেইমানদের উৎখাত করা হবে।" একইসঙ্গে আরেক নেতা সার্জিস আলমও জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার কথা উল্লেখ করেন।


শিক্ষার্থীরা রাত ৮টার দিকে বিজয়নগরের উদ্দেশ্যে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সংঘর্ষের কারণে বিজয়নগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।