ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ, দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১৬ই জুলাই ২০২৪ ০১:০৫ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ, দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন কোটাবিরোধী আন্দোলনের সমর্থনকারী শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় আইআইইউসির সহস্রাধিক শিক্ষার্থী এ অবরোধ করেন।এ সময় তারা সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে চট্টগ্রামমুখী মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়।


এ দিকে কোটবিরোধী আন্দোলকারীদের সরিয়ে দিতে ছাত্রলীগের কয়েকটি গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে বলে জানা গেছে।বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ছাত্রদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে কাজ করছেন।