২০২২ বিশ্বকাপটাই শেষ হওয়ার কথা ছিল। তবে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর সিদ্ধান্ত বদলেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। জানিয়েছিলেন, আরও কিছুদিন দেশের জার্সিটা পরতে চান।
তবে বয়সটা তো বসে নেই। ৩৫ পেরোনো ডি মারিয়া অবশেষে জাতীয় দলের মায়া ছাড়ছেন। আর্জেন্টিনার জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলবেন ২০২৪ কোপা আমেরিকায়। এই টুর্নামেন্ট শেষেই নেবেন অবসর, জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।
আজ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেও মাঠে ছিলেন ডি মারিয়া। ৮৯ মিনিটে লিওনেল মেসি মাঠ ছাড়ার সময় অধিনায়কত্বের আর্মব্যান্ডটা তার হাতেই পরিয়ে দিয়েছিলেন। তবে বাছাইপর্ব খেললেও ডি মারিয়া ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন না।
২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল ডি মারিয়ার। এরপর দেশের হয়ে খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৯টি। গোলের সংখ্যা দিয়ে আসলে জাতীয় দলে ডি মারিয়ার অবদান বোঝা যাবে না। আর্জেন্টিনার ফুটবলে বড় বড় সব জয়ের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।