পাঁচবিবিতে প্রথম বারের মত মেয়র কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: শুক্রবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪০ অপরাহ্ন
পাঁচবিবিতে প্রথম বারের মত মেয়র কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এই প্রথম বারের মত অনুষ্ঠিত হলো জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়র কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে পাঁচবিবি ফুটবল একাডেমীর আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। 


টুর্নামেন্টের উদ্বোধনী সভায় পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


প্যানেল মেয়র নুর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুর রহমান,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম টুটুল চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মনোরঞ্জন দাস রতন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুসহ অনেকে।


উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন কুড়িগ্রাম প্রমিলা ফুটবল একাদশ বনাম পলাশবাড়ী প্রমিলা ফুটবল একাদশ। খেলাটি দেখতে আশপাশের জেলা থেকে ও দর্শকদের মাঠে উপচেপড়া ভীর ছিলো।