ভূরুঙ্গামারীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ১৯শে ডিসেম্বর ২০২১ ০৬:৫৭ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহিদ নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কনসার্স ক্লাব ভূরুঙ্গামারী ৩-০ গোলে জয় বাংলা ক্লাব ভূরুঙ্গামারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভূরুঙ্গামারী ফুটবল একাডেমি শহিদ নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে সাতটি দল অংশ গ্রহণ করে।


রোববার বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় কনসার্স ক্লাব ভূরুঙ্গামারী জয় বাংলা ক্লাব ভূরুঙ্গামারীর মুখোমুখি হয়। খেলা নির্ধারিত সময় পর্যন্ত গোল শুণ্য থাকলে ট্রাইবেকারে ফলাফল নির্ধারিত হয়। 


ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী বিজয়ী দলের অধিনায়ক তারিকুল ইসলাম তারেকের হাতে ট্রফি তুলে দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন উৎসব প্রসাদ। সর্বোচ্চ গোলদাতা হন মো.আরোং। সেরা গোলরক্ষক হন আজিজুল হক।


এসময় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাহার আলী, শহিদ নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ফখরুজ্জামান জেট ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।