প্রকাশ পেলো রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার টিজার। ইতোমধ্যে টিজার দেখে নির্মাণ শৈলী ও গল্পের উপস্থাপনা নিয়ে প্রশংসা পেলেও অনেকে প্রশ্ন তুলছেন এটা কি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে কী? ‘পরাণ’ কী মিন্নির ঘটনা থেকে অনুপ্রাণিত? দর্শকের এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে সংবাদমাধ্যম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এ ছবির টিজার প্রকাশ পাওয়ার পর আলোচনা তৈরি হয়েছে। ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারটি নিয়ে রীতিমতো আলোচানার ঝড় ওঠেছে। টিজারের শুরুতে দেখা যায় সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা। মুভির টিজার এবং মিন্নির ঘটনা অনেকটা মিল রয়েছে।
এরপরেই দেখা যায়, বিদ্যা সিনহা মিম হাসাপাতালে ছুটে যাচ্ছেন। একদল সন্ত্রাসী মিমের সামনে প্রেমিক রোহানকে কুপিয়ে মারছেন। অন্যদিকে মিমকে পাওয়ার জন্য শরিফুল রাজ তার সমস্ত অপকর্ম চালাচ্ছেন। টিজারে এমন ঘটনা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন ‘পরাণ’ কি মিন্নির ঘটনা থেকে অনুপ্রাণিত? টিজারেও যেন তেমন একটি গল্পেরই আভাস!
সিনেমাটি নির্মাণের সময় গুঞ্জন ছিল, ২৬ জুন বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা ও মিন্নির ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘পরাণ’! এমন তথ্যের উপর ভিত্তি করে সময় সংবাদ যোগাযোগ করে নির্মাতার সঙ্গে।
নির্মাতার কাছে জানতে চাওয়া হয় মিন্নির ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে কী নির্মাণ করেছেন ‘পরাণ’ সিনেমাটি? এমন প্রশ্নেরে উত্তরে রাফি সময় সংবাদকে বলেন, ‘পরাণ’ ছবির গল্প সরাসরি রিফাত-মিন্নির ঘটনা নিয়ে নির্মিত নয়। টিজার দেখে তো সব বোঝা যায় না।’
নির্মাতা আরও বলেন, আমাদের চারপাশে এমন ঘটনা ঘটে। একটি মেয়েকে দুজন ছেলে ভালোবাসে। এর ব্যতিক্রমও হয়। তবে আমি আমার ছবিতে দুইটি ছেলে ও একটি মেয়ের ভালোবাসায় দেখানোর চেষ্টা করেছি। টিজার দিয়ে সব বুঝবেন না। তবে ট্রেইলার আসলে দর্শকরা বুঝতে পারবেন ছবিটি কোন ঘটনা থেকে নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি বানিয়েছি।
কবে নাগাদ মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি? জানতে চাইলে তিনি বলেন, আমরা সিনেমাটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল। মেয়র নির্বাচনের কারণে সেটি হয়নি। আমরা মার্চের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। পরাণ’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাজ, মিম, ইয়াশ, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী। ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।