ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের নায়িকা পরীমনি। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন একদিন পুলিশ হবেন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু ভাগ্যের চক্রাকারে হয়েছেন নায়িকা। পরীর লালিত সেই স্বপ্ন বাস্তবে সম্ভব না হলেও এবার অভিনয়ের জন্য পূরণ হলো।
সোমাবার (২৭ জানুয়ারি) বিএফডিসিতে ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র শুটিংয়ে অংশ নেন পরীমনি। এতে টিনা চরিত্রে অভিনয় করছেন তিনি। এইবারই প্রথম পুলিশ চরিত্রে দেখা যাবে ‘স্বপ্নজাল’ খ্যাত এ অভিনেত্রীকে।
পুলিশ চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে পরীমনি বলেন, ছোট বেলা থেকে ইচ্ছা ছিল পুলিশ হওয়ার। তবে সেই ইচ্ছাটা পূরণ হয়নি। এবার অভিনয়ের মাধ্যমে পুলিশ হলাম। বাস্তবে পুলিশরা সম্মান পায় জনগণের। আর এ পোশাক পরে আমি সম্মান পাব আমার দর্শকদের।
ওয়েব সিরজিটির মূল গল্প লিখেছেন মেহেদী হাসান ও মুশফিকুর রহমান। এর কিছু অংশ চিত্রনাট্য করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। ১০ পর্বে ওয়েব সিরিজটি হওয়ার কথা থাকলেও অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির জন্য ৭ পর্বেই শেষ হচ্ছে এটি।
‘পাফ ড্যাডি’ সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা সাইদ উন নবী। এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন মডেল ও অভিনেতা সজল। এতে আরও অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহসহ অনেকে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।