
প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ০:৯

শ্বশুর বাড়ির লোকজনের মারপিটে আহত হয়ে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। এ ঘটনায় তিনি তার শ্বশুর ও স্ত্রীসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৫ মার্চ) বগুড়া শহরতলীর এরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে বউকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে আলোচিত মডেল-অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে বগুড়ায় হিরো আলমের নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, পরকীয়া কিংবা দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধের জের ধরে তাকে মারপিট করেন হিরো আলম। এ ঘটনা জানতে পেরে শ্বশুর বাড়ির লোকজনও তাকে পাল্টা মারধর করেন বলে আভিযোগ করেন হিরো আলম। ওই ঘটনার পর হিরো আলমের স্ত্রী সাবিহা আক্তার সুমিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ক্যাজুয়ালটি বিভাগের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে সুমি পরিবারের সদস্যদের হিরো আলমকে মারধর করার ঘটনায় শ্বশুরসহ পাঁচজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন আলোচিত এই অভিনেতা। লিখিত অভিযোগে উল্লেখ আছে- স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জের নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে তার শ্বশুর সাইফুল ইসলাম ও তার স্ত্রী সাদিয়া বেগম সুমির নেতৃত্বে পাঁচজনের একটি দল তাকে মারধর করে। কাঠের বাটাম দিয়ে তার শরীরে আঘাত করা হয়। অপরদিকে হিরো আলমের বিরুদ্ধেও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তার শ্বশুর সাইফুল ইসলাম। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ক্যাজুয়ালটি বিভাগে গিয়ে আলমের স্ত্রী সুমির সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলীর এরুলিয়া গ্রামে তার বাড়িতে আসেন। রাতে বিছানায় শুয়ে একটানা তিন ঘণ্টা ঢাকার এক নারীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এ নিয়ে প্রতিবাদ জানালে তার সঙ্গে বিবাদে জড়ান হিরো আলম।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব