গায়ে আগুন লাগিয়ে স্টেজ শোতে পারফর্ম করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। সম্প্রতি একটি ওয়েব সিরিজের উদ্বোধনে গিয়ে এমন ভয়ানক স্টান্টবাজি করতে দেখা গেছে তাকে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘The End’ নামে এই ওয়েব সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। ওয়েব সিরিজটির বহু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে এ নায়ককে।
উদ্যোক্তারা বলছেন, সব ধরনের সুরক্ষা নিয়ে এই স্টান্ট করা হয়েছে। স্টান্টের জন্য প্রয়োজনীয় নিয়মও মানা হয়েছে। ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে অক্ষয় বলেন, আমি এ বছর অনেক সিনেমার কাজ করেছি। তবে তারই ফাঁকে একটি ওয়েব সিরিজেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। গায়ে আগুন লাগিয়ে এমন ভয়ানক স্টান্ট করা প্রসঙ্গে তিনি বলেন, সবাই জানেন আমি অ্যাকশন দৃশ্য কতটা ভালোবাসি। তবে সুরক্ষা নিয়েই স্টান্ট করেছি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।