সোশ্যাল মিডিয়াতে সব সময় সবর থাকেন শাহরুখ খানের মেয়ে সুহানা। নিজের ইনস্ট্রাগ্রামে প্রায় কোনো না কোনো পোস্ট থাকে তার। কোথায় যাচ্ছেন? কী করছেন? তুলে ধরেন ছবি পোস্ট করে, দারুন সব ক্যাপশন লিখে। মাঝে মধ্যে আলোচনা সমালোচনারও শিকার হন। বিভন্ন সময় এসব পোস্টের জন্য ট্রোলের শিকারও হতে হয়েছে শাহরুখ কন্যাকে। এবারও বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি পোস্ট করে ট্রোল হয়েছেন সুহানা। বানান ভুল করে এবার ভাইরাল হয়েছেন শাহরুখ খানের মেয়ে।