বাংলাদেশি মেয়ে অবন্তি সিথি। ভারতীয় জি বাংলা চ্যানেলের সংগীত বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’তে গিয়ে হয়েছেন আলোচিত। গতকাল ছিলো প্রতিযোগিতাটির তিন প্রতিযোগীর টিকে থাকার লড়াই। এ লড়াইয়ে ভাগ্য সহায় হলোনা অবন্তির। বাদ পড়লেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি রাতে প্রকাশ হওয়া পর্বে তিনি প্রয়াত বারী সিদ্দীকীর ‘আমি একটা জিন্দা লাশ’ গানটি গেয়ে শোনান। বাদ পড়ার পর নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও চোখ ছিলো ছল ছল।
বিদায়ে নিজের শেষ বক্তব্যে সারেগামার মতো এমন আয়োজনে তাকে বাছায়ের জন্য ধন্যবাদ জানান। অবন্তি বলেন, ‘এই মঞ্চটাকে অনেক মিস করবো। এখানে অনেক অনেক ভালো কিছু বন্ধু পেয়েছি। সবাইকে মিস করবো। সবার সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি।’অবন্তির বিদায়ে আবেগপ্রবণ হয়ে যান উপস্থিত সবাই। এর আগে কিশোর কুমারের ‘আকাশ কেন ডাকে’ গানের সঙ্গে শিষ ও চায়ের কাপ বাজিয়ে চমক দেখান অবন্তি। পরে ভাইরাল হয় গানটি। লাইম লাইটে আসেন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।