বিয়ের রেশ না কাটতেই সংসার ভাঙছে শবনম ফারিয়ার!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৩ অপরাহ্ন
বিয়ের রেশ না কাটতেই সংসার ভাঙছে শবনম ফারিয়ার!

ঢালিউডের প্রিয় মুখ শবনম ফারিয়া। অভিনেত্রী এবং মডেল শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি অল টাইম দৌড়ের উপরে নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তিনি মূলত রোমান্টিক ধাচের নাটকে অভিনয় করে থাকেন। ছোট পর্দার শবনম ফারিয়া বড় পর্দায়েও কাজ করেছেন। তার প্রথম ছবি ‘দেবী’।

ছোট ও বড় পর্দার এই তারকা তার বন্ধু হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছেন গত বছর। তখন বিয়ের আয়োজন একেবারে ঘরোয়া ছিল। তাই পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও অভিনয়জগতের বন্ধুদের কাউকে জানাতে পারেননি। নতুন বছর বেশ জমকালো ভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তার স্বামী হারুনুর রশীদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।

অভিনয় ও সংসারের পাশাপাশি ফেসবুকেও খুব সরব এই অভিনেত্রী। বিয়ের কদিন পার হতেই না হতেই তার ফেসবুকে টুঁ মারলে দেখা যাচ্ছে নানা আবেগময় স্ট্যাটাস। চলতি মাসের ১৯ তারিখে ফারিয়া তার ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন।


সেখানে তিনি লিখেন, ‘গার্লফ্রেন্ডকে কল করে জানতে হয়, খাইসো বাবু? রাতে ভাল ঘুম হইসে? আউটডোরে শুটিংয়ে কষ্ট হচ্ছে? আজকে কো-আর্টিস্ট কে? লাঞ্চের মেনু কি ছিল? কিন্তু বউকে সারাদিন কল না করলেও চলে।’


ঠিক একই দিনে তিনি তার ফেসবুকে একবছর আগের একটি ইংরেজি টেক্সট-পিক নতুন করে শেয়ার করেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘বিয়ে আমাকে ভয় দেখায় না, ভুল মানুষকে বিয়ে করা আমাকে ভয় দেখায়।’


কেন এমন আবেগঘন স্ট্যাটাস? তবে কি তিনি বিবাহিত জীবনে অসুখী? এসব স্ট্যাটাসের ফলে এখন ভক্তদের মনেও একই প্রশ্ন উঁকি দিচ্ছে, এত বড় বিয়ের আয়োজন সমাপ্তির পর এত তাড়াতাড়ি কী এমন ঘটে গেলো যে এমন আবেগময় স্ট্যাটাস।


যদিও এ বিষয়ে ফারিয়ার কোনো মন্তব্য পাওয়া যায় নি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব