ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। আজ রোববার তাকে আটকের পর ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়। বিকেল ৩ টার দিকে আটকের পর প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে চারটার দিকে মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম টিমের হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এসময় ডিএমপি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে সানাইয়ের পর এবার সালমান-জেসিয়াসহ আরও বেশ কিছু বিতর্কিত ফেসবুক সেলিব্রেটি ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে। সূত্র আরও জানায়, যারা ইন্টারনেট ব্যাবহার করে অশ্লীল, আপত্তিকর ভিডিও বা কন্টেন্ট আপলোড করে নিজেদের ভাইরাল করতে চায় বা করেছে তাদের সাবধান করতেই মূলত এ পদক্ষেপ। তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইন এর অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।