প্রকাশ: ৬ জানুয়ারি ২০১৯, ১৯:২০
গায়ের রংটা কালো। সেই সঙ্গে দাঁতের মধ্যে ফাঁক। এই দুই কারণে পরিচালকদের কাছে অবহেলার পাত্র ছিলেন তিনি। তাকে কোনো কাজে নেয়া হতো না। সরাসরি মুখের ওপর না বলে দেয়া হতো। আজ সেই নিগৃহীত মানুষটির সিনেমাই ১০০ কোটির ক্লাবে। এই মানুষটি আর কেউ নন-অভিনেতা সিদ্ধার্থ যাদব। আর যেই ছবির কথা বলা হচ্ছে সেটি হলো সিম্বা। সিম্বা’য় সিদ্ধার্থ যাদব রণবীর সিংহের ডান হাত। আর সেই সুবাদেই তিনি এখন শিরোনামে। তবে এই জায়গায় পৌঁছানোর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি অভিনেতাকে। পদে পদে লাঞ্ছনার শিকার হতে হয়েছে।