হিজলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ০৯:৩৫ অপরাহ্ন
হিজলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে বরিশালের হিজলা উপজেলায় উদযাপিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য " দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি "। 


দিবসটি উপলক্ষে সোমবার(১০ মার্চ) সকাল সাড়ে ১১টায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল আলম মৃধা, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, উপজেলা সমবায় অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, হিজলা ফায়ার সার্ভিস কর্মীগণসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


আলোচনা সভার শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এরপর হিজলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ আওলাদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণে সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়েছে।