বেগমগঞ্জে প্রবাসী পরিবারে হামলা, অসহায় নারীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা মার্চ ২০২৫ ০৪:২৪ অপরাহ্ন
বেগমগঞ্জে প্রবাসী পরিবারে হামলা, অসহায় নারীদের সংবাদ সম্মেলন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় ভূমিদস্যু নুরুল ইসলাম কর্তৃক প্রবাসী পরিবারের বাড়িতে নির্মাণ কাজে বাধা, অবৈধ জবর দখল এবং হামলার অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারটির অসহায় নারীরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামের নিজ বাড়িতে প্রবাসী ফরহাদ ও ফারুকের পরিবার এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেন।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য সুজিয়া খাতুন জানান, তার স্বামী মারা গেছেন এবং দুই ছেলে সৌদি আরবে কর্মরত। তিনি দুই ছেলের বউ ও বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকেন। ছোট ছেলে ফরহাদ দেশে থাকাকালীন সময়ে প্রতিবেশী নুরুল ইসলামের বোন নুর নাহার বেগমের কাছ থেকে তাদের ওয়ারিশী সম্পত্তির লাগোয়া ৮ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু নুরুল ইসলাম সেই জমিটি অবৈধভাবে দখল করে নিয়েছে এবং নিজের নামে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে।


এছাড়া সুজিয়া খাতুন আরও বলেন, নুরুল ইসলাম এলাকায় প্রভাব বিস্তার করে অনেক জায়গা জমি দখল করে রেখেছে। তারা যখন নিজেদের বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করতে চেয়েছিল, তখন নুরুল ইসলাম বাধা দেয়। এসবের প্রতিবাদ করতে গেলে নুরুল ইসলাম তাদের ওপর হামলা করে এবং অশ্লীল ভাষায় গালমন্দ করে। থানায় গিয়ে তারা উল্টো মিথ্যা অভিযোগে মামলা করেছে। নুরুল ইসলাম তাদের হুমকি দিয়ে বলেছে যে, যেকোনো সময় তার বাড়িতে বড় ধরনের হামলা চালানো হবে।


অতীতেও একই ধরনের ঘটনা ঘটেছে জানিয়ে সুজিয়া খাতুন বলেন, তাদের বাড়িতে পুরুষ সদস্য না থাকার কারণে তারা নারী ও শিশুদের নিয়ে এক ভীতিকর অবস্থায় আছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসন থেকে যথাযথ বিচার না পেলে তারা খুবই অসহায় হয়ে পড়বেন।


এ বিষয়ে নুরুল ইসলাম জানতে চাইলে তিনি বলেন, "এ নিয়ে পরে কথা বলবো, এখন সময় নেই।"


এদিকে, প্রবাসী পরিবারের সদস্যরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং তাদের নিরাপত্তা চেয়েছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।


প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রবাসী সুমনের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। সুমনও হামলার হুমকি পেয়ে পুলিশের কাছে সহায়তা চেয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি।