একনেকে ১০ প্রকল্পে ৪২৪৬ কোটি টাকার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন
একনেকে ১০ প্রকল্পে ৪২৪৬ কোটি টাকার অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪২৪৬ কোটি টাকা। বুধবার একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।  


উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্প, যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৩৭ কোটি টাকা। এটি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে বাস্তবায়িত হবে।  


মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে ব্যয় হবে ১৫৩৮ কোটি টাকা। এটি ২০২৫ সাল থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ১৩৮৪ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে এবং বাকি অর্থ মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে।  


মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ প্রকল্পের ব্যয় ৯৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, EGIMNS প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়ে ৯৩৩ কোটি টাকা হয়েছে, যা নৌপরিবহণ অধিদপ্তর বাস্তবায়ন করবে।  


নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬১৬ কোটি টাকা। এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।  


দেশের কৃষি উন্নয়নে ডাল ও তেলবীজ উৎপাদনের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৬৬ কোটি টাকা। আর সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা।  


এছাড়া দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনঃনির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৭৭৩ কোটি টাকা। অন্যদিকে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯নং অনুসন্ধান কূপ খননে ব্যয় হবে ৬৪৬ কোটি টাকা।  


লুম্বিনি কনজারভেশন এরিয়ায় বাংলাদেশ বৌদ্ধ মঠ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৮ কোটি টাকা, যা ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে।