মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটির (২০২৫-২০২৬) নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী।
সভাপতি পদে এম ইদ্রিস আলী (দৈনিক আমার দেশ) ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর) মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহসভাপতি পদে প্রার্থী চারজন—আবুল ফজল আব্দুল হাই ডন (দৈনিক সিলেটের ডাক), মো. আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সৈয়দ ছায়েদ আহমদ (দৈনিক আলোকিত বাংলাদেশ) ও শাহাব উদ্দিন (দৈনিক মৌমাছিকণ্ঠ)। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইয়াছিন আরাফাত রবিন (দৈনিক খোলাচিঠি), মো. সাইফুল ইসলাম (দৈনিক কালেরকণ্ঠ) ও রুবেল আহমদ (দৈনিক দিনকাল)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী—মো. এহসানুল হক (দৈনিক খবরপত্র), আবুজার রহমান বাবলা (দৈনিক শুভ প্রতিদিন) ও এম এ রকিব (দৈনিক নয়াদিগন্ত)। কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার হোসেন জসিম (দৈনিক ইনকিলাব) মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য পদে প্রার্থীরা হলেন—সহ-সম্পাদক (দপ্তর) শামছুল ইমলাম শামিম (দৈনিক জবাবদিহি), সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন (বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম), সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) গোলাম কিবরিয়া জুয়েল (দৈনিক সিলেট মিরর) ও নুর মোহাম্মদ সাগর (দৈনিক সিলেট প্রতিদিন)।
কার্যকরী কমিটির সদস্য পদে প্রার্থী পাঁচজন—ইসমাইল মাহমুদ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মো. কাওছার ইকবাল (দৈনিক বাংলার দিন), সৈয়দ আমিরুজ্জামান (সাপ্তাহিক নতুন কথা), মিসবাহ উদ্দিন যুবায়ের (সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি) ও মো. শাকির আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ)।
গত ১ জানুয়ারি প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রোববার মনোনয়নপত্র ক্রয়ের দিন শেষে সোমবার মনোনয়ন জমা ও বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থী বাছাইয়ে বাদ পড়েনি বলে নিশ্চিত করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ জানুয়ারি বিকেলে প্রকাশিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।