গলাটিপে ধরা বন্ধ, কৃষকের উন্নয়নে অঙ্গীকার: শহিদুল ইসলাম খান বাবুল

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন
গলাটিপে ধরা বন্ধ, কৃষকের উন্নয়নে অঙ্গীকার: শহিদুল ইসলাম খান বাবুল

৫ আগস্ট দেশের মানুষ ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন, এখন আর কেউ গলাটিপে ধরে না, সবাই কথা বলতে পারে। দেশের মানুষ আগের চেয়ে ভালো আছে।  


শনিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে খানখানাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


তিনি বলেন, বাংলাদেশের কৃষকদের অবস্থা আজও একই রয়ে গেছে। ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এখনো কৃষির সঙ্গে যুক্ত, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। লুটেরা শ্রেণি টাকা পাচার করছে, আর কৃষকরা দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। আমাদের তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নে কৃষি ক্রয় কেন্দ্র স্থাপন, শস্যগার নির্মাণ এবং সহজ শর্তে বা বিনা সুদে কৃষি ঋণ প্রদান করা হবে। গ্রামে গ্রামে কৃষি সমিতি গঠনের মাধ্যমে কৃষকদের আরও ফসল উৎপাদনে সহায়তা করা হবে।  


বাবুল বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বিএনপি। ক্ষমতায় যাওয়া অপরাধ নয়, তবে ভোট চুরি করে নয়। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবে, আর ভোট না দিলে তা মেনে নেবে। কিন্তু ভোট নিয়ে ছলচাতুরি হলে রাজপথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।  


জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইউবুর রহমান আয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি কর্নেল (অব.) এস.এম. ফয়সাল এবং রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া।  


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান এবং সহ-সম্পাদক মো. আবুল হাসান মিয়া।  


এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।  


শহিদুল ইসলাম খান বাবুল বলেন, বেগম খালেদা জিয়া অত্যাচার সহ্য করলেও কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে।