দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নে যৌন উত্তেজক সিরাপ (জেনসি) বিক্রির অপরাধে ব্যবসায়ী শামসুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার আলিহাট ইউনিয়নের নিখিড়া এলাকায় ভ্যানে করে যৌন উত্তেজক সিরাপ বিক্রির সময় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় পরিচালিত এ অভিযানে ব্যবসায়ী শামসুদ্দিনকে দণ্ডিত করা হয়। তিনি নবাবগঞ্জ উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
জানা গেছে, ব্যবসায়ী শামসুদ্দিন দুইটি ভ্যানে করে আলিহাট ইউনিয়নের নিখিড়া এলাকায় যৌন উত্তেজক সিরাপ বিক্রি করছিলেন। স্থানীয় ইউপি সদস্য সিরাপগুলো আটক করে ইউনিয়ন পরিষদে জমা দেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন।
পরে বিকেল বেলা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী শামসুদ্দিনকে ড্রাগ লাইসেন্স না থাকার কারণে আইন অনুযায়ী জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘‘শামসুদ্দিন একজন মুদি দোকানি। সে ভ্যানে করে যৌন উত্তেজক সিরাপ বিক্রি করছিল। আইন অনুযায়ী, ড্রাগ লাইসেন্স না থাকলে এ ধরনের সিরাপ বিক্রি করা অবৈধ।’’
উল্লেখ্য, গত ২০২৩ সালে "ঔষধ ও কসমেটিকস বিক্রি আইন-২০২৩" সংশোধন করা হয়, যার ৭০ ধারায় ড্রাগ লাইসেন্স ছাড়া এমন সিরাপ বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী শামসুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
তবে ব্যবসায়ী শামসুদ্দিন তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সঙ্গে, আটককৃত যৌন উত্তেজক সিরাপগুলো ইউনিয়ন পরিষদের সচিবের কাছে জমা রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।