গণহত্যার বিচার সরকারের শীর্ষ অগ্রাধিকার : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন
গণহত্যার বিচার সরকারের শীর্ষ অগ্রাধিকার : নাহিদ ইসলাম

অন্তবর্তী সরকারের তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সোমবার বিকেলে শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. আরাফাতের নামাজে জানাযায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, "শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য এবং ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য।" তিনি আরও উল্লেখ করেন, "যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, তাদের বলছি—বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হোন।"


উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, "জুলাই-আগস্ট গণহত্যার বিচার বর্তমান সরকারের শীর্ষ অগ্রাধিকার।" তিনি জানান, "এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব—এ প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেখান থেকে একবিন্দুও পিছপা হইনি।"


তিনি আরও বলেন, "জুলাই-আগস্ট গণহত্যা ও তার আগে ঘটে যাওয়া সব গুম-খুনের বিচার হবে। এর মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং জাতি হিসেবে আমরা আরও শক্তিশালী অবস্থানে দাঁড়াতে সক্ষম হবো।"


উপদেষ্টা জানান, "আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। এর মধ্য দিয়ে দেশে স্থায়ী শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।"


তিনি গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, "তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করব।"


এদিনের জানাযায় আরও উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাযায় শহীদের স্মরণে শোকাবহ পরিবেশ বিরাজ করে।