দেবীদ্বারে দাবদাহে তৃষ্ণার্তদের হাতে পানি তুলে দিলেন এসএসসি ৯৩ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪ ০৭:৪০ অপরাহ্ন
দেবীদ্বারে দাবদাহে তৃষ্ণার্তদের হাতে পানি তুলে দিলেন এসএসসি ৯৩ শিক্ষার্থীরা

কুমিল্লার দেবীদ্বারে প্রচন্ড দাবদাহে পথচারি, যাত্রী ও শ্রমজিবী তৃষ্ণার্ত মানুষের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দিলেন দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩’র ব্যাচ এর শিক্ষার্থীরা।


শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে তৃষ্ণার্তদের হাতে পানির বোতল তুলে দেয়া কালে উপস্থিত ছিলেন এসএসসি-৯৩ ব্যাচ এর শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ি মো. মাইনুল ইসলাম মিঠু, মো. মোবারক হোসেন সওদাগর, অধ্যাপক মো. কামাল হোসেন, প্রবাসী মো. কামাল হোসেন, কর্মজীবী মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ওই পানি বিতরণ করা হয়। এ সময় প্রায় সহস্রাধিক পানির বোতল বিতরণ করা হয়।


এসএসসি ৯৩’র ব্যাচের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শ্রমজীবী ও সাধারণ মানুষ ভূয়সী প্রশংসা করেন। আয়োজকরা জানান, দাবদাহ যতদিন থাকবে আমাদের এ আয়োজন ততদিন চলবে।