https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সৃজিত-মিথিলার সংসারের তৃতীয় নারী! ভাঙনের সূর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১:১৪

শেয়ার করুনঃ
সৃজিত-মিথিলার সংসারের তৃতীয় নারী! ভাঙনের সূর

ভালোবেসে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সীমনা পেরিয়ে তাদের প্রেম, বিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল নেট দুনিয়ায়। তবে এবার সে বিয়েও রূপ নিচ্ছে বিচ্ছেদের!

সৃজিত-মিথিলার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল ২০১৯ সালের ৬ ডিসেম্বর, কলকাতায় সৃজিতের বাড়িতে। বিয়ের পর সবকিছু ঠিক চলছিল। বর-কনের যাওয়া আসা চলছিল, মিথিলার মেয়েকেও ভর্তি করা হয়েছিল কলকাতার একটি স্কুলে।

লম্বা সময় ধরে টালিপাড়ায় গুঞ্জন উঠেছে এ জুটিকে নিয়ে। গুঞ্জন এবার উঠে এসেছে ভারতীয় পত্রিকার পাতায়। সৃজিত-মিথিলার সংসার ভাঙছে- নাম প্রকাশ না করে এমন ইঙ্গিতই দিয়েছে আনন্দবাজার পত্রিকা। বলা হয়, আর দুই মাস পরই সৃজিতের ঘর ছাড়ছেন মিথিলা!

কারণ হিসেবে প্রতিবেদনের বলা হয়, সৃজিত-মিথিলার মাঝে ঢুকে পড়েছে তৃতীয় নারী। বয়সে কম ওই নারীর প্রেমে পড়েছেন সৃজিত। রীতিমত হাবুডুবু খাচ্ছেন এ নির্মাতা।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

খোঁজ নিয়ে জানা গেছে, মুম্বাইয়ের এক সহকারী পরিচালকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৃজিত। বিভিন্ন পার্টিতে তাদের একসঙ্গে দেখাও গেছে। ওই সহকারী পরিচালকের সঙ্গে সৃজিতের গুঞ্জন অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছে।

তৃতীয় নারীর জন্যই সৃজিতের সঙ্গে মিথিলার সর্ম্পকের অবনতি ঘটেছে। এমন কথাও শোনা যাচ্ছে টালিপাড়ায়। আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, ‘পরিচালকের স্ত্রীর অবশ্য শুধুই যে অভিনয় ধ্যানজ্ঞান, এমনটা নয়। নিজের অন্যান্য কাজের কারণে দেশের বাইরেই কাটাতে হয় অনেকটা সময়। পরিচালক সেই ফাঁকেই ডাল-ভাত ছেড়ে বিরিয়ানিতে মন দিয়েছেন।’

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, সাড়ে তিন বছরের সংসারের ইতি ঘটতে চলেছে। আর মাত্র দুই মাসের মধ্যেই সর্ম্পক শেষ করবেন মিথিলা। ফিরবেন নিজ দেশে। বিষয়টি নিয়ে যদিও মুখ খুলেননি সৃজিত-মিথিলার কেউই।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আসছে 'সিতারে জমিন পার', আবারও পর্দায় আমির খান

আসছে 'সিতারে জমিন পার', আবারও পর্দায় আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা 'সিতারে জমিন পার' নিয়ে, যা ২০০৭ সালের কালজয়ী ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। বহুদিন ধরেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সোমবার প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম পোস্টার, সঙ্গে জানানো হয়েছে ট্রেইলার এবং মুক্তির তারিখ। এই সিক্যুয়েলে আমির খানের সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ,

সৌদিতে প্রথমবারের মতো কনসার্টে জেমস

সৌদিতে প্রথমবারের মতো কনসার্টে জেমস

বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তি জেমস এবার প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্টে অংশ নিচ্ছেন। তিনি অংশ নিচ্ছেন ‘রিয়াদ সিজন’ নামে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে, যা ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সৌদির রিয়াদ শহরে অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে বাংলাদেশের আরও কিছু জনপ্রিয় শিল্পীও অংশ নিচ্ছেন, যার মধ্যে রয়েছেন কনা, ইমরান মাহমুদুলসহ আরও অনেকে। এই কনসার্ট জেমসের জন্য একটি নতুন মাইলফলক, কারণ এর

মেহজাবিনের নতুন নাটক ‘আলো ছায়া’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে

মেহজাবিনের নতুন নাটক ‘আলো ছায়া’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আবারও নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। এবারের নাটকের নাম ‘আলো ছায়া’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রুবেল হাসান এবং প্রযোজনা করেছে সিএমভি। পরিচালক জানান, ভালোবাসা, মান-অভিমান এবং সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাঁদের রোমান্টিক রসায়ন বরাবরের মতো এবারও দর্শকদের মন ছুঁয়ে

অভিনেতা সিদ্দিককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

অভিনেতা সিদ্দিককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সিদ্দিকুর রাহমানকে মারধরের ঘটনায় রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার কিছু পর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, একদল লোক তাকে প্রকাশ্যে মারধর করে থানার দিকে নিয়ে যায় এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে রাস্তায় ধাক্কাতে ধাক্কাতে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তার গায়ের

প্রেম নয়, পাত্র খুঁজছেন মিলা! পাঠান বায়োডাটা

প্রেম নয়, পাত্র খুঁজছেন মিলা! পাঠান বায়োডাটা

জনপ্রিয় রক গায়িকা মিলা ইসলাম দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবনযাপন করছেন। প্রেম বা বিয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে না পাওয়ার কথা জানিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিন্নধর্মী আহ্বান জানিয়েছেন এই সংগীতশিল্পী। বলেছেন, তিনি এখন এমন একজন জীবনসঙ্গী খুঁজছেন, যিনি হ্যান্ডসাম ও গুড লুকিং হওয়ার পাশাপাশি হবেন দায়িত্বশীল, সংবেদনশীল এবং মায়াবি স্বভাবের। সাক্ষাৎকারে মিলা বলেন, ‘অনেকদিন ধরেই অপেক্ষা করছি, কেউ তো জিজ্ঞেসই করছে না—আপনার