‘অল কমিউনিটি ক্লাবের ঘটনায় আসল মামলা চাপা পড়ে গেছে। ওই বিষয় নিয়েই এখন চারদিকে আলোচনা। সবই শুনছি, দেখছি। সবাই বিষয়টি নিয়ে লাফ দিয়ে পড়েছে। কেউ কেউ মনে করছে, এই বুঝি পরীমনি শেষ হয়ে গেল। ব্যাপারটা অত সহজ নয়।’ গণমাধ্যম কর্মীদের এমনটাই বলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সেই ঘটনার পর পরীমনির বিরুদ্ধে একের পর এক ক্লাব ভাংচুরের অভিযোগ সামনে আসে। আর এতে করে আসল ঘটনা চাপা পড়ে গেছে বলে মনে করেন পরীমনি।
অল কমিউনিটি ক্লাবের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু অন্যায় করতে পারি না। আমি অন্যায় করার মানুষ না। আমার সঙ্গে এটি যায় না। বরং আমার সঙ্গেই অন্যায় করা হয়েছে। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়ব। শেষ না দেখে ছাড়ছি না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।