প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১১:৩১
বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মাসুদ কায়নাত আর নেই। মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২০১১ সালে নিলয় ও আঁচলকে নিয়ে ‘বেইলী’ রোড সিনেমাটি নির্মাণ করে আলোচনায় এসেছিলেন এই নির্মাতা। সপ্তাহ খানেক আগে তিনি করোনা পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে। এর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সেখানেই তার মৃত্যু হয়।
মাসুদ কায়নাতের মৃত্যুর খরবটি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদ। তিনি প্রয়াত নির্মাতার ঘনিষ্ঠ বন্ধু।সোমবার রাতেই মাসুদ কায়নাতের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হয়। এরপর জানাজা শেষে সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
‘বেইলী রোড’ সিনেমা নির্মাণ করে পরিচিতি পেলেও মাসুদ কায়নাত মূলত বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত। ক্যারিয়ারে দুই শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। এ ছাড়া তিনি হিন্দি ভাষায় বিজ্ঞাপন নির্মাণ করেও বেশ আলোচিত হয়েছিলেন।
নির্মাণের পাশাপাশি ছোটপর্দার উপস্থাপক হিসেবেও বেশ পরিচিত মাসুদ কায়নাত। বৈশাখী টেলিভিশনে প্রচারিত আন্তর্জাতিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘লুক-থ্রো’ এবং এটিএন বাংলায় প্রচারিত টকশো ‘অন্যচোখে’র গ্রন্থনা ও উপস্থাপনার দায়িত্ব এতদিন তিনিই সামলাতেন।