কোনো ট্যাগ পাওয়া যায়নি
দীর্ঘদিন ধরেই ক্যামেরার সামনে নেই অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বলা যায় একটা বিরতিতে রয়েছেন তিনি। সম্প্রতি নতুন কাজে দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন।
বৃহস্পতিবার নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তার পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। প্রথমবারের মতো মা হতে চলেছেন ‘আয়নাবাজি’ খ্যাত এই নায়িকা।
নাবিলা বলেন, 'সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী জুলাইতে আমাদের ঘরে নতুন অতিথি আসছে।'
সুখবরটি জানানোর পাশাপাশি সবাইকে করোনার এই সময়ের নিরপদে ও সামাজিক দূরত্ব মেনে চলারও অনুরোধ করেন নাবিলা।
২০১৮ সালের জুলাই মাসে জোবাইদুল হক রিম নামে এক ব্যাংকারকে বিয়ে করেন নাবিলা। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে হয় তাদের বিয়ের আয়োজন।
অনুষ্ঠানে নাবিলার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমের বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা।
প্রসঙ্গত, ২০০৬ সালে বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ নামক একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পথ চলা শুরু হয় মাসুমা রহমান নাবিলার। এরপর একই বছরে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত একটি সার্প ব্লেডের বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিংয়ে আত্মপ্রকাশ ঘটে তার। ২০১৬ সালে ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে বাজিমাত করেন তিনি। এরপর গেল বছরে ‘১৯৭৫-অ্যান আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করেন।